আর নয় ঝামেলা, মশলা পিশানো অর্থাৎ যে কোন শুঁকনো মশলা গুড়া করা যাবে খুব সহজেই। বাইরের ভেজাল মশলা দ্রব্য থেকে পরিবারকে রক্ষা করুন, সচেতন হোন। নিজেই ঘরে মশলা গুঁড়ো করে রান্না করুন, পরিবারের স্বাস্থ্য নিশ্চিত করুন। এছাড়াও এর সাহায্যে খুব সহজেই আপনি কফি গুঁড়া বানাতে পারবেন। কালোজিরা, কিমা,শুকনামরিচ, জিরা, মেথি, সরিষা, গোলমরিচ, এলাচি, দারুচিনিসহ যেকোন ধরনের ডাল যেকোন ধরনের বাদাম ইত্যাদি গুড়া বা পাউডার করা যাবে মাত্র কয়েক সেকেন্ড হতে ১ মিনিটের মধ্যে।